বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনার ব্যাপক সংক্রমন, টিকা নিতে হাসপাতালে মানুষের ভিড়

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনা মহামারী প্রকোপ আকার ধারণ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। সোমবার (২৬ জুলাই) সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের জন্য। বেলা বড়ার সাথে সাথে টিকা গ্রহীতাদের সংখ্যা দাড়িয়েছিল সহস্রাধিকের বেশী। উপচেপড়া ভিড়ে সবার মুখে মাস্ক থাকলেও ছিল না নির্দিষ্ট দূরত্ব, সাধারণ মানুষ মানছিলেনা না স্বাস্থ্যবিধি।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ঘুরে দেখা যায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের টিকা প্রদানের নির্দিষ্ট ইউনিটের সামনে সাধারণ মানুষের তৈরি হয়েছিল দীর্ঘ লাইন। অনেকেই টিকা গ্রহণ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন।

টিকা গ্রহণ করতে আসা সালমান আহমেদ বলেন, টিকা নিয়ে আমাদের মধ্যে যে ভয় কাজ করতো সেটা এখন আর নেই। তাই নির্ভয়ে এখন টিকা নিতে এসেছি। উপজেলায় করোনা বৃদ্ধি পাওয়ায় নতুন সঙ্কা সৃষ্টি হয়েছে জনমনে।

টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড়ে টিকা প্রদানকারী দায়িত্বশীলদের টিকা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে। সাধারণ মানুষের দীর্ঘ লাইনে কার আগে কে টিকা গ্রহণ করবেন তাৎক্ষণিক ভাবে সেখানে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। টিকা প্রদানকারী একজন নার্স অভিযোগ করেন সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার পরও আমাদের অনেক সময় মানুষের বাজে আচরনের শিকার হতে হয়৷ প্রতিবন্ধী মানুষকে প্রাধান্য দিতে গিয়ে অনেকেই ভুল বুঝে আমাদের সাথে খারাপ ব্যবহার করে থাকেন৷

টিকা নিতে আসা আশরাফুল জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি আরো টিকা কেন্দ্র বাড়ালে এরকম ভিড় হতো না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন আসলে এরকম ঘটনা ঘটেছে ভুল বোঝাবুঝির কারনে এমন হয়েছে। প্রতিদিনের তুলনায় টিকা গ্রহণ করতে আসা সাধারণ মানুষ আজ প্রায় তিনগুন, কারণ সাধারণ মানুষের মধ্যে নতুন শংকা সৃষ্টি করেছে এটা হচ্ছে একটি কারন। এসময় তিনি টিকা নিতে আসা সাধারন রোগীদের স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য্য ধরে টিকা গ্রহনের অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১০ দিনে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ জন, এছাড়াও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ০৪ জন।

Back to top button