বিয়ানীবাজারে করোনা পরিস্থিতির চরম অবনতি, ১০ দিনে আক্রান্ত ৬৪, মৃত ৪
জুবায়ের আহমদঃ আকাশের ঘনঘটা আধার যেন সরতেই চাইছে না। করোনার নিদারুণ পরিস্থিতি যেন ক্রমশই কঠিন হয়ে উঠছে। করোনা ভাইরাসে চেনা সব চিত্র যেন এখন হয়ে উঠেছে সব থেকে অচেনা। দিনদিন বিয়ানীবাজারের করোনা পরিস্থিতির হচ্ছে চরম অবনতি, গত ১০ দিনে এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ জন, শনাক্তের পরিমান নমুনা পরিক্ষার প্রায় ৪০ ভাগ বলে জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স। এই সময়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ৪জন। করোনার এমন কঠিন পরিস্থিতিতেও থেমে নেই সাধারণ মানুষের চলাচল।
এখন বিয়ানীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কে কিছুক্ষণ পর পর শুনা যায় এম্বুলেন্স সাইরেনের করুণ সুর। সিলেটের করোনা ডেডিকেটেড এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াতে দৌড়াতে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেক রোগী। করোনার পরিস্থিতি যখন ভয়াবহের দিকে যাচ্ছে তখনও যেন বিয়ানীবাজার উপজেলায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধির বালাই নেই। প্রশাসনের অভিযান, চেকপোস্ট উপেক্ষা করেও অনেকেই চলতে চান পুরো উপজেলায়।
বিয়ানীবাজার উপজেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন এবং মৃত্যুবরন করেছেন ৪৩ জন। এটা তো শুধু মাত্র বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল রেকর্ড। তার বাইরেও বিয়ানীবাজার উপজেলায় অনেকেই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন বা মৃত্যু বরণ করছেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, করোনা যখন ভয়ঙ্কর হয়ে উঠেছে তখন বিয়ানীবাজারে সাধারন মানুষের মধ্যে টিকা গ্রহণের জন্য আগ্রহ বেড়েছে। গত ৮ দিনে বিয়ানীবাজারে টিকা গ্রহণ করেছেন ২৯৩০ জন। করোনা পরস্থিতি এখন অনেকটা ভয়াবহ হয়ে উঠছে, ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি এসময় মানুষকে আরো সচেতন হতে হবে চলাচলের পরামর্শ দেন।