মসজিদের নামকরণ নিয়ে দ্বন্দ্ব : বড়লেখায় সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা
বিশেষ প্রতিনিধিঃ বড়লেখায় মসজিদের নামকরণ বিরোধের জেরে দু’পক্ষের মধ্যকার সংঘর্ষের ঘটনায় রোববার রাত দেড়টায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ৫ মিনিটের ব্যবধানে দায়েরকৃত পৃথক দু’টি মামলায় অজ্ঞাতনামাসহ সর্বমোট ৫১ জনকে আসামী করা হয়েছে। মামলার পর পুলিশি অভিযান শুরু হওয়ায় বক্সবাড়ি ও উত্তর সুজানগর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় থানায় প্রথম মামলাটি করেন হামলায় গুরুতর আহত ৩ সহোদরের পিতা উপজেলার উত্তর সুজানগর গ্রামের মক্তদির আলী। এতে প্রতিপক্ষের ফয়সল বক্স, বকুল বক্স, শুকরান আহমদ, নাসির আহমদ, মেহের বক্স, চান মিয়া, তারেক আহমদসহ ২৪ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গ্রামের পুরাতন মসজিদের নামকরণ নিয়ে মুসল্লিদের মধ্যে মতবিরোধ চলছিল। গ্রাম পঞ্চায়েতের বৈঠকে ‘উত্তর সুজানগর জামে মসজিদ’ করার সিদ্ধান্ত হয়। ২৩ জুলাই প্রতিপক্ষের জয়নাল বক্সের বোন মারা গেলে মসজিদের মাইকে জানাজার সময় প্রচারকালে বর্ণিত মসজিদের নাম ‘সুজানগর বক্সবাড়ি জামে মসজিদ’ উল্লেখ করা হয়। এসময় বাদীর ছেলেসহ উপস্থিত গ্রামের কয়েক ব্যক্তি ‘সুজানগর বক্সবাড়ি জামে মসজিদ’ বলতে নিষেধ করেন। এর জেরে শনিবার আছরের নামাজের পর মসজিদ গেইটে প্রতিপক্ষের লোকজন বাদীর ৩ ছেলে, ২ মেয়েসহ ৮ জনের ওপর হামলা চালায়।
একই ঘটনায় অপর মামলাটি করেছেন সুজানগর গ্রামের ইশাদ আলীর ছেলে আনোয়ার হোসেন। ওই মামলায় বাদী জখমি সাজ্জাদ আহমদ, আজাদ আহমদ, আবিদ আহমদ, আলিম উদ্দিন, এমাদ হোসেন, শিপা বেগম প্রমুখ ১৫ জনের নাম উল্লেখ ও আরো ১২ জনকে অজ্ঞাত আসামী করেছেন। মামলায় বাদী অভিযোগ করেন আসামীদেও সাথে তাদের দানকৃত মসজিদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে আসামীরা তার বংশের লোকজনের ওপর হামলা চালায়।
উল্লেখ্য জামে মসজিদের নামরকরণ দ্বন্দ্বের জের ধরে শনিবার আছরের নামাজের পর উপজেলার সুজানগর গ্রামে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১৬ ব্যক্তি আহত হন। এদের ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। উভয় মামলার আসামী গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।