খোলা জানালা

“বিশ্বাস করুন আর নাই করুন, চেম্বারে ম্যাক্সিমাম রোগী কভিড সাসপেক্টেড”

সোশ্যাল মিডিয়া ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা উপসর্গ নিয়ে রোগীরা আসছেন জানিয়ে সাধারন মানুষদের সতর্কবার্তা দিয়েছেন বিয়ানীবাজারের সুপরিচিত ডাক্তার শিব্বির আহমদ। তিনি এসময় বর্তমান সময়ের হৃদয় বিধারক পরিস্থিতি তার স্ট্যাটাসে তুলে ধরেন।

বিয়ানীবাজার টাইমসের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-

বিশ্বাস করুন আর নাই করুন।
চেম্বারে ম্যাক্সিমাম রোগী সাসপেক্টএড কভিড। এক্সরে করালেই নিউমোনিয়া।আজ প্রায় ২০ জনের উপরে এরকম ছিল। আর টেস্ট করালে ম্যাক্সিমাম পজিটিভ আসে।

ডাক্তারি জীবনে নিজেকে এত অসহায় কখনো মনে হয় নাই। আত্মীয়-স্বজন,পরিচিতজন অনেকের জন্য অনেক কষ্ট সিট এবং আই সিউ ম্যানেজ করে দেওয়া সম্ভব হচ্ছে না। দপ দপ চোখের সামনে অক্সিজেন লেভেল কমে মানুষ মারা যাচ্ছে,কতই বা সহ্য করা যায়।আসলে প্রকৃতির কাছে আমরা বড় অসহায়।
আজ আমার এক বন্ধুর (ক্লাসমেট)ওয়াইফ আল্লাহ এর ডাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন।
খুব খালাপ লাগতেসে ওর এবং বাচ্চাদের জন্য।

আমাদের বিয়ানীবাজারে কোন হসপিটাল খালি নাই,খুব খারাপ অবস্থা,বুজিনা অনেক রোগী আসছেন খুব একটা অতি প্রয়োজন ছাড়া।

আসলে যার পরিবারের মধ্যে হচ্ছে সেই বুঝতে পরে কত কষ্ট।
মসজিদ অনেকই অবহেলা করেন।আজকে পরিচিত ইমাম এফেক্টএড এবং খারাপ অবস্থা।আরে ভাই যে জায়গা থেকে ইসলাম প্রতিষ্ঠা, সেই হারামাইন(মক্কা)এবং মদিনা মসজিদে আর হজ্জ পালনের সময় যদি নিয়ম পালন করা হয়, মাস্ক পরা হয়, দূরত্ব বজায় রাখা হয় তাহলে আমরা কেন করব না।

দয়া করে অবশ্যই আমরা সবাই মাস্ক পরি আর আল্লাহ কাছে মাফ চাই।

আমার এই স্ট্যাটাস গুলা আমাদের হয়তো একটু উপকার আসবে। স্টেটাস দিয়ে জনপ্রিয় হওয়ার কুনো ইচ্ছাই নেই আমাদের কারো।যেখানে জীবন মৃত্যু নিয়ে সেবা দিয়ে যাওয়ার চেষ্টায় আমরা সেখানে জনপ্রিয়তা দিয়ে আর কি!
আপনরা সবাই সতর্ক হউন বিশেষ করে ডক্টর,হসপিটাল স্টাফ, ফার্মেসী,ডায়াগনস্টিক, অ্যাম্বুল্যান্স ও বাজারের ব্যাবসা যারা করেন।

আমাদের জন্য দুআ করবেন, আর আবারও বলি সবাই দয়া করে মাস্ক পরুণ,দুরত্ বজায় রাখেন,মানুষের ভিড় এড়িয়ে চলুন।

লেখকঃ ডাঃ শিব্বির আহমদ, পরিচালক (বিয়ানীবাজার ডায়বেটিক সেন্টার)

Back to top button