বিয়ানীবাজার সংবাদ
অপ্রয়োজনে বের হওয়ায় বিয়ানীবাজারে আটক ১
সাধারণ মানুষকে ঘরে রাখতে বিয়ানীবাজার উপজেলায় প্রশাসন রয়েছে তৎপর। পৌরশহরে কেউ আসতে চাইলে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় বিজিবি সদস্যবৃন্দের এবং বিয়ানীবাজার থানা পুলিশের।
রবিবার বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অপ্রয়োজনে বের হওয়ার কারণে বেশ কয়েকজনকে জরিমানা করা হয় এবং একজন যুবককে আটক করা হয়। প্রাথমিক ভাবে ঐ যুবকের পরিচয় জানা যায় নি।
সরেজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন সাধারণ মানুষকে ঘরে রাখতে আমরা মাঠে কাজ করছি। করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এখন সবাইকে ঘরেই অবস্থান করতে হবে। অপ্রয়োজনে যারা বের হবেন সবার বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণ করা হবে।