বিয়ানীবাজারে আরও ৬ জন করোনায় আক্রান্ত
বিয়ানীবাজার টাইমস- সময়ের সাথে পাল্লা দিয়ে করোনা হয়ে উঠছে আরও ভয়াবহ। প্রতিদিন করোনাভাইরাস চোখ রাঙ্গাচ্ছে অগ্নিরুপে। তবোও থামছে না বিয়ানীবাজার উপজেলায় সাধারণ মানুষের চলাচল।
গত ২৪ ঘন্টায় বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন সময়ের সাথে বিয়ানীবাজারের পরিস্থিতি হয়ে উঠছে আরও কঠিন। তাই সাধারণ মানুষকে এখন স্বাস্থ্যবিধিন মেনে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ মানতে হবে। অন্যথায় বিয়ানীবাজার উপজেলার পরিস্থিতি হতে পারে ভয়াবহ। গত ১০ দিনে বিয়ানীবাজারে আক্রান্তের সংখ্যা ৪০%। যা সৃষ্টি করেছে নতুন শঙ্কা।