গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে নতুন ১৮ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারি করোনা ভাইরাস। এমন বাস্তবতায় গত ১৮ ও ১৯ তারিখের নমুনা পরীক্ষায় উপজেলায় নতুন করে আরও ১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

তিনি বলেন, গত ১৮ ও ১৯ তারিখের নমুনা পরীক্ষায় উপজেলায় নতুন করে ১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, উপজেলায় নতুন ১৮ জনসহ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৭ জন। চিকিৎসাধীন আছেন ৬৪ জন। করোনা মৃত্যুবরণ করেছেন ১৬ জন।

Back to top button