মৌলভীবাজার

মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসায় চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকা ২নং ওয়ার্ডের কমলগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাহ্উদ্দিনের বাসায় ডুকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সরজমিনে গেলে জানা যায়, শুক্রবার দুপুরে প্রধান শিক্ষক গাজী সালাহ্উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে বাসায় তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে বাসায় ছাদের উপড়ে উঠে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চোরচক্র। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে চোরদল বাসায় রক্ষিত নগদ ৪০ হাজার টাকা, ১ভরি স্বর্ণালংকার, ১টি স্মার্ট ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় বাসার মালিক প্রাথমিক প্রধান শিক্ষক গাজী মো. সালাহ্উদ্দিন বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’

Back to top button