বিয়ানীবাজারে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ (ভিডিওসহ আপডেট)
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দুই গ্রামের সংঘর্ষে স্থানীয় চেয়ারম্যানসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ও টিকরপাড়া গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরে খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, ঈদের পরদিন বৃহস্পতিবার স্থানীয় আলীনগর বাজারে বিয়ানীবাজার-সিলেট সড়কে গাড়ি পার্কিং নিয়ে টিকর পাড়ার গ্রামের এক বাসচালকের সাথে আলীনগর গ্রামের এক যুবকের কথাকাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ওই ঘটনার জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন একবার সংঘর্ষে জড়ায়, পরে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল বিনিময়ে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ সময় দুপক্ষের লোকজন আলীনগর বাজারে বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। সংঘর্ষ থামাতে ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হয়েছেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে, এখোনো সংঘর্ষের ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনের সহায়তায় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে দুই পক্ষকে শান্ত করেন। আগামী দুই একদিনের মধ্যে দুইপক্ষের লোকজন নিয়ে বিষয়টি সমাধান করে দেয়া হবে।