বিয়ানীবাজারে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫০
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে এক সিএনজি চালককে মারধরের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর এবং টিকরপাড়া গ্রামের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি জাকির হোসেনের নের্তৃত্বে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয়রা জানান, তিনদিন আগে এক সিএনজি চালককে মারধরের ঘটনার জের ধরে শনিবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। এ সময় দুই গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘটনা প্রচার করা হয়। এর আগে দুই গ্রামের মধ্যে গত তিনদিন থেকে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতেও এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছিল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিয়ানীবাজার থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।