বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ২৪ ঘন্টায় ১০জন করোনা পজিটিভ

বিয়ানীবাজার টাইমসঃ সময়ের সাথে করোনা যেন হয়ে উঠছে আরও ভয়াবহ। প্রতিদিন দিন বিয়ানীবাজার উপজেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিয়ানীবাজারে গত ২৪ ঘন্টায় আরও ১০ জন করোনা পজিটিভ রোগীর খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ, এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭৪০ জন। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক এ তথ্য জানান।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বিয়ানীবাজার উপজেলায় মৃত্যুবরন করেছেন ৪২ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন, বাকিরা সুস্থ হয়েছেন। নমুনা সংগ্রহ হয়েছে ফলাফলের অপেক্ষায় রয়েছেন ৮২ জন।

এদিকে, দিনদিন বিয়ানীবাজারের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। প্রতিদিনই হাসপাতাল এবং চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে ভিড় জমাচ্ছেন করোনা উপসর্গ নিয়ে রোগীরা।

Back to top button