বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে লকডাউনের প্রথম দিনে হার্ডলাইনে প্রশাসন, জরিমানা আদায়
বিয়ানীবাজার টাইমসঃ ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিনে বিয়ানীবাজারে হার্ডলাইনে রয়েছে প্রশাসন। উপজেলার বিভিন্ন রাস্তায় ছিলো পুলিশের চেকপোস্ট। বারইগ্রাম-বিয়ানীবাজার-সিলেটের প্রধান সড়কে চলতে দেয়া হয়নি কোনো গনপরিবহন।
এসময় পৌরশহরের বিভিন্ন স্থানে বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট আশিক নুরের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিধিনিষেধ অমান্যকারিদের কাছ থেকে ৬টি মামলায় ৩ হাজার টাকা নগদ অর্থদন্ড আদায় করা হয়।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, সকাল থেকে বিয়ানীবাজার পৌরশহরে জরুরি সেবার আওতাভুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। সাধারণ মানুষজনও রাস্তায় নেই। লকডাউন অমান্য করে এখন পর্যন্ত বেশ কাউকে বাসার বাইরে বের হতে দেখা যায়নি।