গোয়াইনঘাট
গোয়ানঘাটে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক- গোয়াইনঘাট উপজেলায় ল্যাট্রিনের রিং বসানো নিয়ে চাচাত ভাইয়ের পশুর চামড়া ছাড়ানোর ছুরিকাঘাতে চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার হাটগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম আব্দুর রৌফ। সে হাটগ্রাম এলাকার আব্দুর রহমানের পুত্র।
গোয়াইনঘাট থানার ওসি পরিমল দেব জানান, ল্যাট্রিন বসানো নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। এসময় গরুর চামড়া ছাড়ানোর কাজ করছিলেন তার চাচাত ভাই মানিক। তখন মানিক চাকু দিয়ে আব্দুর রৌফকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।