বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে দুইদিনে করোনায় ২ মৃত্যু, নতুন করে আক্রান্ত ২০ জন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দিনদিন করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। গত ২ দিনে করোনা পরিস্থিতির আপডেট এমন তথ্য জানান দিচ্ছে। বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্যমতে গত দুইদিনে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন দুইজন, এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন।
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন করে আক্রান্তদের নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৭৩০ জনে, দুই মৃতকে নিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা ৪২ জন।