মৌলভীবাজার

মৌলভীবাজারে করোনা-উপসর্গে একদিনে ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১ জনের ও করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কমলগঞ্জে করোনায় ২ জন ও করোনার উপসর্গ নিয়ে ৩ জন এবং কুলাউড়ায় এক পল্লী চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. ফয়ছল জামান।

করোনা শনাক্তের পর কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের হারুন-অর রশীদ (৪৫) ও আলীনগর ইউনিয়নের যোগিবিল গ্রামের আমেনা বেগম (৬৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় ৭০টি নমুনা পরীক্ষায় পাঠালে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৭.১ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়। এর মাঝে সুস্থ হয়েছেন ৩ হাজার ১২০ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৮ জন।

সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৭ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বেসরকারি হিসেবে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন।

Back to top button