বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার উপজেলায় করোনা ভাইরাসে আরও দুই জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক- প্রতিদিন বিয়ানীবাজার উপজেলায় করোনা রোগীদের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার করোনা ভাইরাসে বিয়ানীবাজার উপজেলায় মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইশহাক আজাদ নিজের ফেইসবুক ওয়ালে।
এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ৭১০ জন। করোনার এমন দ্রুত গতিতে বিয়ানীবাজার উপজেলায় বিস্তার হওয়ায় নতুন করে জনসাধারণের মনে সঙ্কা সৃষ্টি হয়েছে
পবিত্র ঈদুল আজহায় জনসমাগম এড়িয়ে চলুন। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না৷