বিয়ানীবাজার সংবাদ

মুক্তিযোদ্ধা সনদ পাচ্ছেন সিলেটের দুজনসহ ১২ প্রবাসী

নিউজ ডেস্ক- বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তৎকালীন সময়ে (১৯৭১ সাল) যুক্তরাজ্য প্রবাসী ১২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এরমধ্যে সিলেট বিভাগের দুজন রয়েছেন। একজনের বাড়ি সিলেটের অম্বরখানায় অন্যজন হবিগঞ্জের।

গত ১৩ জুলাই তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে রোববার (১৮ জুলাই) তা গেজেট আকারে প্রকাশিত হয়। এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৪তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

মুক্তিযোদ্ধা হিসেবে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটে অন্তর্ভুক্ত ১২ জনের মধ্যে (গেজেট নং-২) যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক (গেজেট নং-৩), সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক (গেজেট নং-৪), জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হক (গেজেট নং-৫), সাবেক মন্ত্রী (সদ্য প্রয়াত) জাকারিয়া চৌধুরী (গেজেট নং-৬), সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান (গেজেট নং-৭), সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (গেজেট নং-১২) রয়েছেন।

এছাড়া ঢাকার গুলশানের আব্দুল মজিদ চৌধুরী (গেজেট নং-৮), গোপালগঞ্জের কাশিয়ানির সৈয়দ মোজাম্মেল আলী (গেজেট নং-৯), ঢাকার গুলশানের আবুল খায়ের নজরুল ইসলাম (গেজেট নং-১০), সিলেট অম্বরখানার মাহমুদ আব্দুর রউফ (গেজেট নং-১১) ও হবিগঞ্জের আফরাজ আফগান চৌধুরী (গেজেট নং-১৩) মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

এর আগে ২০১৯ সালে যুক্তরাজ‍্যে গঠিত ১৩১টি সংগঠনের কেন্দ্রীয় সংগঠন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক মরহুম মো. আজিজুল হক ভূঁঞাকে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটের ১ নং সদস‍্য হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়।

প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্ব জনমত গঠনে কাজ করেছেন তারা আগামী সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

Back to top button