মৌলভীবাজার

মৌলভীবাজার ঈদুল আযহা পালন করলেন শতাধিক মুসল্লী

টাইমস ডেস্কঃ সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে প্রায় শতাধিক পরিবারের মুসল্লী ঈদ উল আযহার নামাজ পড়েছেন ।

নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কোরবানি করা হয় বলে জানান, নামজের ইমামের আসনে থাকা আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)। তবে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করলেও ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুসল্লিরা ঈদের কোলাকোলি করেন।

আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) জানান, গত ১৪ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন। প্রথমে তার বাসার ছাঁদে আর এখন তার উঠানে নামাজ আদায় করছেন।

Back to top button