ওসমানীনগর

ঈদ বাজার ভিড় অথচ ক্রেতার সংখ্যা কম

নিউজ ডেস্ক- আর একদিন পরই ঈদ। শেষ সময়ে লোকে লোকারণ্য হয়ে উঠেছে ওসমানীনগরের ঈদ বাজার। তবে বিক্রেতারা বলছেন, করোনা সতর্কতায় ঈদ উপলক্ষে প্রবাসীরা দেশে না আসায় কেনাবেচার পরিমাণ খুবই কম। বাজারে উৎসাহী মানুষের ভীড় বেশি।

উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ঘুরে প্রতিটা দোকানেই ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার প্রবাসীরা দেশে না আসায় ব্যবসার মন্দা ভাব কাটছে না। তবে গতবারের মতো এবারও তরুণীদের মধ্যে গাউনের চাহিদা বেশ ভালো। ২ থেকে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যাবে এ পোশাক। ১ থেকে ১২ হাজার টাকার মধ্যে রয়েছে বাহারি নামের সালোয়ার কামিজ।

পাশাপাশি মেয়েদের লাছা, লং ফ্রক, স্কার্ট, ডিভাইডার সেট, ওয়েস্টার্ন ও লেহেঙ্গার চাহিদা রয়েছে। শাড়ির বাজারে কাতান, বেনারসি, সিল্ক ও তাঁতের শাড়ির বেশ কদর। ১ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শাড়িগুলো।

জেন্টস স্টাইলের আব্দুল মতিন বলেন, ‘বাজারে ছেলেদের পাঞ্জাবিরও রয়েছে চাহিদা। মূলত সুতি ও খাদি কাপড়ের পাঞ্জাবির কদর বেশি। ওসমানীনগরের বাজারগুলোতে ১ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত দরে পাঞ্জাবি বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড শো-রুমগুলোতেও পাওয়া যাচ্ছে ভালো মানের পাঞ্জাবি।’

মা-মণি সুজের রাজিব দাশ পুরকায়স্থ বলেন, ‘বাজারে প্রচুর মানুষ থাকলেও ক্রেতা কম। বিক্রি আশানুরূপ হয়নি। তবে এখনো আরও একটা দিন আছে। দেখা যাক কী হয়।’

বেবি বাজারের কবির আহমদ বলেন, ‘আগে সবাই চাঁদ দেখার সাথে সাথেই ঈদ শপিং শুরু করতো। করোনার কারণে ঈদের শপিং অন্যান্য বছরের মতো হচ্ছে না। আর বাচ্চাদের জন্য রেডিমেড পোশাকের চাহিদা বেশি। এবার গরমের জন্য সুতি কাপড়ের তৈরি পোষাক পছন্দ করছেন অনেকেই।’

ফারজানা হোসেন নামের এক গৃহবধূ বলেন, ‘বাজারে এই মুহূর্তে মনমতো কোনও পোশাকই পাওয়া যাচ্ছে না। আগেই হয়তো সবাই কিনে ফেলেছে। তবে বাজার ঘুরে যা দেখছি, দোকানভেদে পোশাকের দরে তেমন তারতম্য নেই। কিন্তু গতবার যে পোশাক দুই হাজার টাকায় কিনেছি, এবার সেই পোশাকই বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে।’

এদিকে ওসমানীনগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ২৭টি ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ওসমানীনগরের প্রবাসীরা প্রায় একশ কোটি টাকা পিন ও একাউন্টের মাধ্যমে পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম। সঙ্গত কারণেই ওসমানীনগরবাসীর এবারের ঈদ তেমন ভাবে জমছে না।

Back to top button