প্রয়াত নেতা ও সহকর্মীদের স্মরনে দোয়া মাহফিলের মাধ্যমে নতুন অফিসে বসলেন উপজেলা চেয়ারম্যান পল্লব
বিয়ানীবাজার টাইমসঃ করোনা মহামারীতে মৃত্যুবরণকারী এবং প্রয়াত প্রবীণ মুরব্বী ও উপজেলা চেয়ারম্যানদের স্মরণে দোয়া মাহফিলের মাধ্যমে উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন অফিস শুরু করলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। সোমবার বিকালে বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্সের নতুন ভবনের উপজেলা চেয়ারম্যানের কক্ষে স্বরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন খসরু, শিক্ষক ফয়জুর রহমান, সাবেক ছাত্রনেতা বর্তমান কানাডা প্রবাসী আহবাব হোসেন সাজু, শ্রমিক নেতা সুমন আহমদ, সাবেক ছাত্রনেতা ইতালী প্রবাসী ময়জুল ইসলাম, যুবলীগ নেতা জয়নাল আবেদীন এপলু, সাবেক ছাত্রনেতা বেলায়েত আহমদ প্রমুখ।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিয়ানীবাজারের উন্নয়নে অবদানকারি সকল প্রয়াত নেতাদের স্মরন করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তফা কামাল। দোয়ায় প্রয়াত বিয়ানীবাজারে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক এম এ আজিজ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মজম্মিল আলী, আব্দুল খালিক মায়ন, বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আকাদ্দস সিরাজুল ইসলাম, ফৈয়াজুর রহমান, হাজী মস্তকিন আলী, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মিম্বই, তেরা মিয়া, ফখরুদ্দৌলা, এনু মিয়া, সাংবাদিক আব্দুল আহাদ (এমসিন আহমদ), আলা উদ্দিনকে স্মরন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহনের পর থেকে সাধারন মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে তিনি প্রয়াত ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করেন, করোনা কালীন এসময় সবাইকে এ অনুষ্ঠানের দাওয়াত দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।