বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আরও ১৮ জন করোনা আক্রান্ত শনাক্ত, শনাক্তের হার ৪৫%

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে গত ২৪ ঘন্টায় আরোও ১৮জনের করোনা শনাক্তের খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ সোমবার দুপুরে বিয়ানীবাজার হেলথ কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। এনিয়ে উপজেলা করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৭১০জনে। এখন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩৮ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে পৌরসভা এলাকায় ৬জন, মুড়িয়ায় ০৩জন, মোল্লাপুরে ২ জন, দুবাগ ইউপিতে ২জন কুড়ারবাজার ইউপিতে ২জন, লাউতা ইউপিতে ১ জন এবং মাথিউরা ইউপিতে একজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে নতুন করে আক্রান্তদের মধ্যে শনাক্তের হার প্রায় ৪৫%।

উল্লেখ্য, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮৬জন চিকিৎসাধীন রয়েছেন।

Back to top button