বিয়ানীবাজার সংবাদ

অবশেষে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর সেই ফোন

প্রায় দেড় মাস পর অবশেষে উদ্ধার করা হয়েছে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের চুরি হওয়া আইফোন। সোমবার (১৯ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গেল ৩০ মে বিজয় সরণি মোড় থেকে ছিনতাই হয়েছিল মন্ত্রী মহোদয়ের ফোনটি।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

এর আগে গত ৩০ মে রাজধানীর বিজয় স্মরণী মোড়ে মন্ত্রীর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। সে সময় মন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, রোববার বিজয় স্মরণীর সিগনালে মন্ত্রী গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন। এ সময় মন্ত্রীর গাড়ির জানালা খোলা ছিল। এই সুযোগে ছিনতাইকারী মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কাফরুল থানায় জিডি করা হয়।

Back to top button