কুলাউড়া

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে ওঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (২৭) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) বিকেলে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের কোরবানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট আব্দুর রহমান ওই গ্রামের মো: চেরাগ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, নিজ বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে ওঠে কাজ করছিলেন আব্দুর রহমান। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Back to top button