মৌলভীবাজার
মৌলভীবাজারে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাপের কামড়ে সুমন মিয়া (৩৭) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সুমন উপজেলার সদর ইউনিয়নের মৃত বাবুল সাপুড়ের ছেলে। শনিবার চিকিৎসার জন্য সিলেট নেয়ার পথে সে মারা যায়।
ওই এলাকার ইউপি সদস্য বিশ্বজিত দেব বর্মা জানান, সাপের খেলা দেখানোর সময় সুমনের ডান হাতের আঙ্গুলে পানক সাপে কামড় দেয়। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হতে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট নিয়ে যাওয়ার পারমর্শ দেন। বিকেলে সিলেট এম.এ. জি ওসমানী মেডিকেল কলেজে নেয়ার পর চিকিৎসক সুমনকে দেখে মৃত বলে জানান।