মৌলভীবাজার

মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

নিউজ ডেস্ক- শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে শরীফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এ সময় লোকজন এগিয়ে গেলে তিনি তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার জনৈক সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে। একই সঙ্গে তিনি তার ঠিকানা শহরতলীর শাহজীবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান।

পরে এ খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অবস্থা আশঙ্কাজনক দেখে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই শরীফ মারা যায়।

শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেছেন, খুনিকে ধরতে অভিযান চলছে।

Back to top button