২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ২ মৃত্যু, নতুন শনাক্ত ৬০
নিউজ ডেস্ক- মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরোও ৬০ জনের। তাছাড়া জেলায় মৃত্যুবরণ করেছেন আরও দুইজন।
শনিবার (১৭ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৪ শতাংশ। ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন দুইজন।
নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২ জন, রাজনগরে ১৭ জন, কমলগঞ্জে ১২ জন, কুলাউড়ায় ২০ জন, শ্রীমঙ্গলে ৯ জন রয়েছেন।এ নিয়ে জেলায় ৪ হাজার ১১৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে সুস্থ হওয়া ১২ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ২ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জে ৭ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ১ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১১ জনে।
জেলায় যে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের এবং একজন কুলাউড়ায়।