বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ মন্ত্রীর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান
নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিনের পক্ষ থেকে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
আজ শনিবার (১৭ জুলাই ) মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাসের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, বড়লেখা থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।