সিলেটে আষাঢ়ের শ্রাবনে জনজীবনে স্থবিরতা
জুনিয়র প্রতিবেদকঃ শনিবার সকাল থেকেই ঝরছে আকাশের শ্রাবণ। কখনো ঘুড়ি ঘুড়ি বৃষ্টি আবার কখনো হচ্ছে মুষলধারে। তাতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হচ্ছে অনেকটা ব্যহত।
ইদুল আজহা নিকটবর্তী হওয়ায় সাধারণ মানুষ এখন অনেকেই পশু কিনতে ব্যস্ত আবার অনেকেই বিক্রি করতে। কেউবা শপিং করবেন বলে বের হয়েছেন। সকাল থেকে অবিরাম বৃষ্টি থাকায় অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না৷ আবার অনেকেই বৃষ্টিতে ভিজে এসেছেন পৌরশহরে।
সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহর ঘুরে কথা হয় পথযাত্রী দিপু আহমেদের সাথে৷ পুরো সকাল বৃষ্টির কারণে বের হতে না পেরে শেষমেষ ভিজেই এসেছেন। পশু কিনতে হবে, পরিবারের জন্য শপিং করতে হবে তাই হাতে খুব একটা সময় নেই। সেজন্য বৃষ্টিতে ভিজেই আসতে হয়েছে।
বস্ত্রবিতানের ব্যবসায়ী, আপন আহমেদ জানান বৃষ্টির কারণে ক্রেতাদের সমাগম আজ কম। বিধিনিষেধ শিথিল হওয়ায় আমরা মাত্র ৮ দিন সুযোগ পেয়েছি ব্যবসা করার। তারমধ্য বৃষ্টি হওয়ায় ক্রেতারা আসছেন না। এভাবে চললে আমাদের মাথায় হাত দেওয়া ছাড়া কোন উপায় থাকবে না।
সকাল থেকে হঠাৎ বৃষ্টির কারণে এখন অনেকটা অস্বস্থি প্রকাশ করছেন সাধারণ পথযাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত।