মৌলভীবাজার

মৌলভীবাজারে নারী-শিশুসহ ২১ রোহিঙ্গা আটক

২১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। তাদের থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক রোহিঙ্গাদের মধ্যে চারটি মেয়ে ও তিনটি ছেলে শিশু রয়েছে। বাকিদের মধ্যে আটজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, আটক রোহিঙ্গা নাগরিকরা মিয়ানমার থেকে ভারতের ত্রিপুরা এবং সেখান থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুলাউড়া উপজেলার পৃত্থীমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানান। সেখান থেকে অটোরিকশায় মৌলভীবাজারে এসেছে। বিস্তারিত পরে জানানো হবে।

রোহিঙ্গারা জানিয়েছে, তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। সে উদ্দেশে তারা মৌলভীবাজার বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিল।

Back to top button