বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ঈদের শপিংয়ে মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে টপস
নিজস্ব প্রতিবেদকঃ বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনে বিয়ানীবাজারের শপিংমল গুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। ব্যাস্ত সময় পার করছেন বিক্রেতারা।
সরেজমিনে বিয়ানীবাজারের শপিংমল গুলোতে ঘুরে দেখা যায় শুক্রবারে বেড়েছে ক্রেতাদের সমাগম। তবে এবারের ঈদুল আজহায় শপিংয়ে মেয়েদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে রেডিমেন্ট টপস।
কথা হয় আল-আমিন শপিংমলের ব্যবসায়ী আপন আহমেদের সাথে৷ তিনি বলেন মেয়েরাই বেশি টপস পছন্দ করছে। রেডিমেন্ট টপস গুলোই তারা বেশী কিনছে।
ব্যবসায়ী সালমান আফরাজ বলেন ক্রেতারা ড্রেসের প্রতি আকর্ষণ দেখালেও বেশী দেখাচ্ছেন টপসের প্রতি। ঈদ নিকটবর্তী হওয়ায় রেডিমেন্ট টপস তারা বেশী কিনছেন