বিয়ানীবাজার সংবাদ

ছুটির দিনে বিয়ানীবাজারে শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদকঃ ঈদের শপিংয়ে বিয়ানীবাজারের শপিংমল গুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা, বস্ত্র বিতানের ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসির ঝলক।ইদুল আজহা নিকটবর্তী হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও খুলা রয়েছে বস্ত্রবিতান৷ তাতে শপিংয়ের জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

সরেজমিনে বিয়ানীবাজারের আল-আমীন, জামান প্লাজা, আজির প্লাজা সহ বেশ কয়েকটি শপিংমল ঘুরে দেখা যায় বস্ত্র বিতানের ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতাদের সঙ্গে৷ তবে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সবার মুখে মাস্ক থাকলেও ছিল না নির্দিষ্ট দূরত্ব। ঠাসাঠাসি করে ক্রেতাদের শপিং করতে দেখা যায়।

কথা হয় ব্যবসায়ী রাফছান আহমেদের সাথে। তিনি বলেন ক্রেতাদের ভালোই আনাগোনা রয়েছে তবে অতিরিক্ত ক্রেতা হঠাৎ আসার কারণে অনেক সময় দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয় না

ব্যবসায়ী সাব্বির আহমেদ বলেন আমরা আট দিনের জন্য দোকান খোলার অনুমতি পেয়েছি। ক্রেতাদের কিছুটা আনাগোনা থাকলেও পিছনের ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব নয়। তবে যথেষ্ট আশাবাদী তিনি ভালো ব্যবসা হবে বলে৷

Back to top button