বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সক্রিয় চোরচক্র, বাড়ির আঙ্গিনা থেকে কোরবানির গরু গায়েব

বিয়ানীবাজার টাইমসঃ ঈদুল আযহাকে সামনে রেখে বিয়ানীবাজারে সক্রিয় রয়েছে চোরচক্র, এবার বাড়ির আঙ্গিনা থেকে কোরবানির গরু চুরির ঘটনা ঘটেছে।

বিয়ানীবাজার পৌরসভা এলাকার ফতেহপুর গ্রামের জামাল উদ্দিন কালো রংয়ের কোরবানির গরু ভোরে ঘর থেকে বের করে বাড়ির সামনের আঙ্গিনায় বেধে রাখেন। একটু পর থেকে গরুটি আর খুজে পাওয়া যায়নি। পরে আশেপাশে খবর নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের ধারনা গরুটি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে নিয়ে গেছে,

তারপরও কোনো সহৃদয়বান ব্যাক্তি ছবিতে উল্লেখিত গরুটি যদি দেখে থাকেন তবে নিচে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ করেন তারা।

01750754259
01753062362

Back to top button