বিয়ানীবাজারে প্রাইভেট হাসপাতাল গুলোতে অক্সিজেন সংকট, মানবিক বিপর্যয়ের শংকা (ভিডিও)
জুবায়ের আহমদঃ বিয়ানীবাজারে প্রাইভেট হাসপাতাল গুলোতে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে বিয়ানীবাজারসহ পুরো সিলেটে। প্রতিদিন করোনা চোখ রাঙ্গাচ্ছে অগ্নিরুপে। আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন।
করোনার এমন কঠিন পরিস্থিতিতে বিয়ানীবাজারে দেখা দিয়েছে অক্সিজেনের চরম সঙ্কট। বিয়ানীবাজারে প্রাইভেট হাসপাতাল গুলোতে অক্সিজেনের চাহিদা বেড়েছে প্রায় দ্বিগুণ। তাতে বিয়ানীবাজারের অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান গুলো অক্সিজেন সরবরাহ করতে এখন হিমশিম খাচ্ছে। প্রাইভেট হাসপাতাল গুলোর অক্সিজেনের চাহিদা এখন অনেকাংশে পূরণ করতে পারছে না বিয়ানীবাজারের অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো।
বিয়ানীবাজার আলফা পলিক্লিনিক, আয়শা হক হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা যায় হাসপাতাল গুলোতে বেড়েছে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা। যাদের সবার প্রয়োজন অক্সিজেন৷ সিলেটে করোনা হাসপাতালে যায়গা না পেয়ে বিয়ানজবাজারে প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন অনেক রোগী।
সরেজমিনে অক্সিজেন সঙ্কট নিয়ে কথা হয় বিয়ানীবাজার সার্জিক্যাল মার্ট অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের ফিজিও সাইদুর রহমান অমিতের সাথে। তিনি বলেন এখন প্রাইভেট হাসপাতাল গুলোর অক্সেজেনের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না৷ আগের তুলনায় দ্বিগুণ অক্সিজেনের প্রয়োজন হচ্ছে যা সরবরাহ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না
কথা হয় বিয়ানীবাজারের আরেকটি অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান মুক্তি ফিজিও থেরাপি সেন্টারের সিনিয়র ফিজিও থেরাপিষ্ট প্রনব কুমার সাহার সাথে। তিনি বলেন বিয়ানীবাজারে এখন দেখা দিয়েছে অক্সিজেনের চরম সঙ্কট। প্রাইভেট হাসপাতাল গুলো প্রতিদিন ৩/৪ বার আসতেছেন অক্সিজেনের জন্য। কিন্তু আমরা দিতে পারছি না। সঙ্কট দেখা দিয়েছে।
বিয়ানীবাজার আলফা পলি ক্লিনিকের ম্যানেজার সাব্বির হোসেন বলেন, আমরা চাহিদামতো অক্সিজেন পাচ্ছি না। অনেক রোগীকে সিলেট প্রেরণ করতে হচ্ছে অক্সিজেন না পেয়ে। প্রতিদিন সিলেট জায়গা না পেয়ে অনেক রোগী করোনার উপসর্গ নিয়ে আমাদের হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। তাদের প্রত্যেকের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে । একই কথা বলেন আয়শা হক হাসপাতালের ম্যানেজার রেদওয়ান ছিদ্দিক তানিন।
কথা হয় চিকিৎসক ডাঃ শিব্বির আহমদ সোহেলের সাথে৷ তিনি বলেন করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। এখন শুধুমাত্র মানুষের সচেতনতার কোন বিকল্প নেই।
বিয়ানীবাজারের এমন ভয়াবহ পরিস্থিতিতে সচেতন হয়ে উঠুন। নয়তো একটু অসাবধানতার ফলে অক্সিজেনের অভাবে ঝড়তে পারে আপনি কিংবা আপনার প্রিয়জনের লাশ৷