বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ২ জন, মৃত্যু ১ জনের

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দিনদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, এনিয়ে যেনো ভ্রুক্ষেপ নেই সাধারন মানূষের। আজও নতুন করে ২ জনের করোনা আক্রান্তের খবর জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এনিয়ে বিয়ানীবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৬৮২ জনে।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন বিয়ানীবাজার পৌর এলাকার কসবা ছালিকোনা গ্রামের মোছাঃ রহিমা বেগম (৫৪)। তিনি গতকাল দুপুর আড়াইটায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন বলে জানা গেছে। রাত ১১টার সময় স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করে স্বেচ্ছাসেবী সংঘটন প্রতিশ্রুতির সদস্যরা।

এনিয়ে বিয়ানীবাজারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫জনে।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বিয়ানীবাজার টাইমসকে জানান, করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি তবে অফিসিয়ালি এখোনো নিশ্চিত হইনি। আমরা অফিসিয়ালি খবর নিচ্ছি।

Back to top button