মৌলভীবাজারবড়লেখা

বড়লেখায় বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন ঈদুল আজহায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যে ১১ কেভি বিদ্যুৎ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বড়লেখার একাংশে আগামীকাল (১৫ জুলাই) বৃহস্পতিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিস সুত্রে এই তথ্য জানানো হয়েছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আগামীকাল ১৫ জুলাই বৃহস্পতিবার ১১ কেভি মেইন লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড়লেখা উপজেলা, বড়লেখা বাজার,পানিধার-আংশিক,পাখিয়ালা-আংশিক,গাজীটেকা,তালিমপুর-আংশিক, আদিত্যের মহল,দরগাবাজার,গ্রামতলা – আংশিক,বাহারপুর,গঙ্গারজল,আইলাপুর,জামকান্দি কুলাউড়া,বিছরাবাজার এবং শাহবাজপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে গ্রাহক সদস্যদের সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত এবং ধৈর্য ধরে বর্ণিত কাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

Back to top button