কুলাউড়া
কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আসিফ হোসেন বখস নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার কাদিপুরের পূর্ব মনসুর এলাকায় এই ঘটনা ঘটে। আসিফ ওই এলাকার বাসিন্দা প্রবাসী দেলোয়ার হোসেন দিলু বখসের ছেলে।
শিশুর বাবা দেলোয়ার হোসেন দিলু বখস বলেন, ‘বুধবার বিকেলে আসিফ সবার অজান্তে ঘর থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল ৫টার দিকে তাকে (শিশু আসিফ) বাড়ির সামনের পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে পানি থেকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’