বিয়ানীবাজার থেকে ঢাকায় যেতে ভাড়া লাগবে প্রায় দ্বিগুন!
জুনিয়র প্রতিবেদক- দীর্ঘ প্রায় দেড় মাস পর আজ রাত ১২ টার পর দূর পাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তাতে যাত্রীরা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন।
দীর্ঘ দিন পর বাস চলাচলের অনুমতি পেয়ে বিয়ানীবাজারের বাসকাউন্টারের পরিচালকরা টিকিট বিক্রীতে এখন ব্যস্ত সময় পার করছেন । তবে দূরপাল্লার বাস চলতে হবে অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে । সেজন্য একজন যাত্রীকে দিতে হবে দুজন যাত্রীর ভাড়া।
সরেজমিনে বিয়ানীবাজারে বাস কাউন্টার ঘুরলে যাত্রীরা বলেন আমাদের একা যেতে হলে দিতে হচ্ছে দুজনের ভাড়া। এতে আমাদের অর্থনৈতিক অবস্তা এমনিতেই খারাপ। ডাবল ভাড়া দিতে গিয়ে আমাদের নতুন করে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে এনা কাউন্টারের ম্যানেজার শিপলু আহমেদ বলেন আমরা যাত্রীদেরকে ১০% সার দিচ্ছি। ঢাকা যেতে হলে একজন যাত্রীকে ৮৫০ টাকা দিতে হয় ডাবল পারা । সেখান থেকে কমিয়ে নেওয়া হচ্ছে ৭৫০ টাকা