মৌলভীবাজার

মৌলভীবাজার করোনায় এক জনের মৃত্যু,নতুন করে আক্রান্ত ১২৫,শনাক্তের হার ৪০শতাংশ

টাইমস ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে বলিয়ারভাগ গ্রামের হোসাইন আহমদ(৬০)নামে এক ব্যাক্তির করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।

মৃত হোসাইন আহমদ এর ভাতিজা মো: মামুনুর রশিদ মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি নিশ্চিত করে জানান,গতকাল সোমবার নমুনা পরিক্ষার জন্য পাঠানো হলে আজ মঙ্গলবার করেনা প্রজেটিভ আসলে সকাল ৬ টার দিকে তিনি নিজ বাড়িতে মারা জান।

মঙ্গলবার (১৩জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানাযায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।

নতুন শনাক্ত ১২৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৮ জন, রাজনগরে ৫ জন, কমলগঞ্জে ১০ জন, বড়লেখায় ১ জন, কুলাউড়ায় ২৬ জন, শ্রীমঙ্গলে ১৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৮১৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

জেলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪৫ জনে।

Back to top button