বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে চলছে সিনোফার্মের ভ্যাকসিন প্রদান, তিন দিনে গ্রহন করেছেন প্রায় নয় শতাধিক

জুবায়ের আহমদঃ সারাদেশের ন্যায় সোমবার (১২ জুলাই) থেকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পুনরায় শুরু হয়েছে করোনাভাইরাসের সিনোফার্মের (ভিরোসেল) টিকা প্রয়োগ। তাতে সাধারণ মানুষ ও বিদেশযাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রহণ করছেন টিকা। তবে গ্রহণ করতে আসা সাধারণ মানুষের মধ্যে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। সবার মুখে মাস্ক থাকলেও ছিলনা নির্দিষ্ট দূরত্ব৷ ঠাসাঠাসি করে লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার জন্য অপেক্ষা কর‍তে দেখা যায় তাদেরকে।

দেশে টিকা সঙ্কট থাকায় বেশ কয়েকদিন বন্ধ ছিল টিকা প্রয়োগ৷ এতে বাড়তি বিপাকে পড়েছিলেন বিদেশযাত্রীরা। টিকা গ্রহণ করতে না পারায় অনেকের বিদেশযাত্রা ব্যাহত হচ্ছিলো।

পুনরায় টিকা প্রয়োগ শুরু হওয়ায় তিনদিনে বিয়ানীবাজার উপজেলায় প্রায় নয় শতাধিক মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী৷

তিনি বলেন, যারা এখনও রেজিষ্ট্রেশন করেন নি টিকা নেওয়ার জন্য তাদেরকে তিনি মোবাইলে টিকার জন্য আবেদন করতে বলেন৷ যারা বিদেশযাত্রী তাদেরকে বেশী অগ্রাধিকার দেওয়া হচ্ছে বা হবে বলে নিশ্চিত করেন তিনি।

Back to top button