বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সরকারী হটলাইন নাম্বার ৩৩৩ তে কল, খাদ্য সহায়তা পেলো ৩৬৫ পরিবার

জুনিয়র প্রতিবেদকঃ এই কঠোর বিধিনিষেধের মধ্যে যাতে অসহায়, কর্মহীন মানুষ অনাহারে না থাকে সেই অঙ্গীকার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় অসহায়, দরিদ্র, কর্মহীন মানুষ সরকারী হটলাইন নাম্বার ৩৩৩ (ট্রিপল থ্রি) নাম্বারে কল দিলেই উপজেলা প্রশাসনের মাধ্যমে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা।

সরকার দেওয়া কঠোর বিধিনিষেধে বিয়ানীবাজারে অনেক মানুষ হয়েছিলেন কর্মহীন। স্বল্প আয়ের মানুষ যাদের ঘর থেকে বের হলেই কেবল খাবার জোটে, ঘরবন্দি থাকায় অনেকের ঘরে ছিল না খাবার । সেজন্য বিয়ানীবাজার উপজেলার তিন শতাধিকের বেশী মানুষ সরকারী হটলাইন নাম্বার ৩৩৩ ট্রিপল থ্রি নাম্বারে খাদ্য সহায়তা চেয়েছেন। তাঁদের মধ্যে খবর নিয়ে বাছাই করে ৩৬৫ টি পরিবারকে দেয়া হয় সরকারি খাদ্য সহায়তা।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন, কঠোর বিধিনিষেধ শুরু হয়েছিল ১ জুলাই থেকে। বিধিনিষেধের শুরু থেকে আজ শেষ দিন পর্যন্ত ১৪ দিনে বিয়ানীবাজারে ৩৩৩ (ট্রিপল থ্রি) তে কল দিয়ে খাদ্য সহায়তা চাওয়া বিয়ানীবাজার উপজেলার কর্মহীন অসহায় ৩৬৫ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

Back to top button