বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বাড়ছে করোনা, নতুন করে আক্রান্ত আরও ৫ জন

জুনিয়র প্রতিবেদকঃ করোনার ভয়াবহতা প্রতিদিন সৃষ্টি হচ্ছে নতুন করে। করোনার হানায় লন্ডভন্ড এখন বিয়ানীবাজার। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাতে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নতুন করে শঙ্কা।

গত দুই দিনে বিয়ানীবাজারে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৮০ জন এবং করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেছেন ৩৪ জন্য।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, সময়ের সাথে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এখন সচেতনার আর কোন বিকল্প নেই। ধীরে ধীরে পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি আহ্বান জানান।

Back to top button