বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি, যা বলছে পল্লী বিদ্যুৎ অফিস

জুনিয়র প্রতিবেদকঃ বিয়ানীবাজারে বিদ্যুৎ বিভ্রাট সাধারন মানুষের কাছে অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। দিনের পর দিন সাধারণ মানুষের ভোগান্তি যেন বেড়েই চলেছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। বেশী বিগত দুই বছরের ন্যায় বিয়ানীবাজারের বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটা নাজুক।

বিগত বেশ কিছু দিন থেকে লোডশেডিং বেড়েছে বিয়ানীবাজারের পুরো উপজেলা জুড়ে৷ প্রচন্ড গরমেও ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুৎ। চরম গরমে যখন সব থেকে বেশী প্রয়োজন হয় বৈদ্যুতিক পাখার বাতাস তখন শুরু হয় লোডশেডিং।

বিয়ানীবাজারের সুপরিচিত ডায়বেটিক সেন্টারের পরিচালক ডাঃ শিব্বির আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎতের এমন দূর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেন, রাস্ট্রের উন্নয়নের একটি বড় উপাদান বিদ্যুৎ, এখোনো এটি স্টেবল হয়নি এজন্য অনেক ক্ষেত্রেই উন্নয়ন থেমে যায়। তিনি বিয়ানীবাজারে বিদ্যুতের এমন ভেলকিবাজির বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

রায়হান আহমেদ নামে একজন যুবক বলেন একটু বাতাস কিংবা বিদ্যুৎ চমকানোর আগেই বিদ্যুৎ চলে যায়, প্রচন্ড রোদেও থাকে না বিদ্যুৎ। আমাদের ঘরে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন। বিদ্যুৎ না থাকলে তাদের সবথেকে বেশী কষ্ট হয় তাদের।

এতো লোডশেডিং এর কারণ কি? এ বিষয়ে কথা হয় সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-১ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মনের সাথে। তিনি বলেন, পুরো বিয়ানীবাজার উপজেলায় সংস্কার মূলক কাজ চলমান থাকার কারণে আসলে এমনটি হচ্ছে। তবে খুব শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে। তাছাড়া বৃষ্টি চলাকালীন সময়ে নিরাপত্তা স্বার্থে আসলে অনেক সময় বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়।

Back to top button