বড়লেখায় প্রধানমন্ত্রী‘র উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস সংক্রমণকালে কর্মহীন সুঃস্থ ও অসহায় ১৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ১৩ জুলাই মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ৪ নং ওয়ার্ডে অবস্থিত এনাম উদ্দিন চেয়ারম্যান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া। এনাম উদ্দিন চেয়ারম্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম গোলাপ হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন, নিখিল দেব নাথ, সহকারী শিক্ষিকা ফাহিমা বেগম, রহিমা বেগম, রাহেলা বেগম, জোসনা পারভিন, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি ছোলা এবং ১ লি. ভোজ্য তেল সমপরিমাণ ৫শ টাকার সামগ্রী।