মৌলভীবাজার
মৌলভীবাজারে করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু
মৌলভীবাজার সদর উপজেলার এৈলক্ক বিজয় গ্রামের মন্নাফ মিয়া (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৯ টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মন্নাফ মিয়া গতকাল রোববার সকালে সদর হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।
মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন।