বড়লেখায় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে যুগান্তর স্বজন সমাবেশ বড়লেখার আয়োজনে স্মরণসভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক মস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি এজে লাভলুর পরিচালনায় বড়লেখা যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, কালের কন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, উত্তর পূর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, আদিব মজিদ ও ময়নুল ইসলাম, বড়লেখা ও জুড়ীর ‘টিম ফর কোভিড ডেথ’ এর প্রতিষ্ঠাতা টিম লিডার শাহাব উদ্দিন প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণভাগ হাইস্কুল জামে মসজিদের খতিব ও প্রধান ইমাম মাওলানা হেলাল উদ্দিন।