জুড়ীতে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেল হতদরিদ্র ১৫০০ পরিবার
বিশেষ সংবাদদাতাঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেল অসহায় হতদরিদ্র ১৫০০ পরিবার। সম্প্রতি উপজেলার ৬ টি ইউনিয়নে এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, কোভিড- ১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে সদর জায়ফরনগর ইউনিয়নে ৫০০ টি অসহায় হতদরিদ্র পরিবার এবং পশ্চিমজুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ী, ফুলতলা ও সাগরনাল ইউনিয়নের প্রত্যেকটিতে ২০০ অসহায় পরিবার সহ মোট ১৫০০ হতদরিদ্র মানুষ এ খাদ্য সহায়তা পাবে। খাদ্য সহায়তার প্রত্যেকটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ডাল ১ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি, পিঁয়াজ ২ কেজি, লবণ ১ কেজি, চিনি ১কেজি, সাবান ১ টি এবং সেমাই ১ প্যাকেট।
এসব খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজি প্রমুখ।
খাদ্য সহায়তা পাওয়া কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, লকডাউনে কয়েকদিন যাবত আমরা খুবই কষ্টে দিনযাপন করছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়ে আমরা খুবই খুশি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, লকডাউনে অসহায় হতদরিদ্র পরিবারের কাছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার হিসেবে পৌঁছে দিয়েছি। এছাড়াও ৩৩৩ নম্বরে কল দিয়ে কেউ খাদ্য সহায়তা চাইলে আমরা খাদ্য বাড়িতে পৌঁছে দিচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, লকডাউনে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেয়ে খুবই খুশি।