মৌলভীবাজার

মৌলভীবাজার ভুয়া ডিবি পুলিশ আটক

নিউজ ডেস্ক- মৌলভীবাজারে দেবাশীষ ভট্টাচার্য টিংকু (৩৩) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে স্থানীয় জনতা। সেই সময় (সিলেট হ– ১২-২৩৯৯) নাম্বারের একটি মোটরসাইকেল আটক করা হয়।

সোমবার (১২ জুলাই) দুপুর ২ টার দিকে শহরের দরগা মহল্লার সালাউদ্দিন এর বাসা থেকে তাকে আটক করা হয়। দেবাশীষ ভট্টাচার্য টিংকু সিলেটের আগপাড়া এলাকার দিলীপ কুমার ভট্টাচার্য ছেলে।

স্থানীয় এলাকাবাসী মো. খসরু মিয়া সাংবাদিকদের জানান, দেবাশীষ ভট্টাচার্য টিংকু দুপুরের শহরের সেন্টাল রোডস্থ ভটের ফার্মেসীর সামনে ডিবি পরিচয় দিয়ে সালাউদ্দিনের মোটরসাইকেল আটক করে কাগজ পত্র দেখতে চান। তখন সালাউদ্দিন বলেন আমার কাগজ পত্র বাসায় তখন সে আরেকটি মোটরসাইকেলযোগে তাকে নিয়ে তার বাসায় আসে এসে ৫০ হাজার টাকা দাবী করে।

দেবাশীষ বাসার সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তাদের সন্দেহ হলে বি ডিপুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ভুয়া ডিবি পরিচয়সহ বিভিন্ন পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

Back to top button