বিয়ানীবাজারে ব্যাংকগুলোতে টাকার সংকট

বিয়ানীবাজার টাইমসঃ করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের এই সময়ে সপ্তাহের প্রথম ব্যাংক দিবসে গ্রাহকরা টাকা সংগ্রহে ভিড় জমিয়েছে প্রতিটি ব্যাংকে। তাতে করে বিয়ানীবাজারের সরকারি ও বানিজ্যিক ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। সরেজমিনে পৌরশহরে অবস্থিত সব ব্যাংকগুলোতে এমন চিত্র দেখা গেছে।
ঈদুল আযহাকে সামনে রেখে প্রত্যেকেই টাকা সংগ্রহের কারনে এই টাকার সংকট বলে মনে করছেন কর্মরত ব্যাংকাররা। তবে সেই সংকট কাটাতে টাকা সংগ্রহ করছেন ব্যাংকের ব্যবস্থাপকরা।
পৌরশহরের জামান প্লাজায় টাকা নিতে আসা তরুন মোহাম্মদ আনোয়ার জানান, প্রবাস থেকে আসা টাকা তুলতে তিনি এসেছিলেন, তবে ব্যাংকে টাকা সংকট থাকায় দীর্ঘক্ষন থেকে অপেক্ষা করতে হচ্ছে।
এই প্রতিবেদক রাস্ট্রায়িত ব্যাংক সোনালী ব্যাংকে টাকা জমা দিতে গেলে সেখানেও একই অবস্থা হচ্ছে বলে গ্রাহকরা বলছেন ২০ হাজার টাকার নিচেরগুলা দিচ্ছেন একটু বড় এ্যাকাউন্ট হলে টাকা দিতে সময় নিচ্ছেন। একই চিত্র পৌরশহরের জামান প্লাজার বানিজ্যিক ব্যাংকগুলোতে।
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক তানভীর চৌধুরী বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে হঠাৎ অনেক গ্রাহকরা ভিড় জমিয়েছেন ব্যাংকে টাকা সংগ্রহের জন্য। টাকা দিতে প্রায় প্রতিটি ব্যাংককে হিমশিম খেতে হচ্ছে। তবে তার ব্যাংকে এতো সংকট নেই, কিছুক্ষনের মধ্যে সব গ্রাহকের টাকা দেয়া হবে।