মৌলভীবাজার

মৌলভীবাজারে ১১৬ মামলায় ১৮ জন আটক

কঠোর লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করায় মৌলভীবাজার জেলায় ১১৬টি মামলায় ৫৯ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

এছাড়া রোববার (১১ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৮ জনকে সাময়িকভাবে আটক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে অর্থদণ্ড করা হয়েছে।

লকডাউন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মৌলভীবাজার জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

Back to top button