মৌলভীবাজার

রাজনগরে করোনায় আরও একজনের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় করোনায় মৃত কয়ছর মিয়ার দাফন সম্পন্ন করল তাকরীম ফাউন্ডেশন রাজনগর উপজেলা টিম।

শনিবার (১০ জুলাই) বিকালে রাজনগর উপজেলার পূর্ব মশরিয়া গ্রামে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন কয়ছর মিয়া। মৃতের পরিবার কোভিড -১৯ দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় ১ম প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন রাজনগর উপজেলা টিম প্রধান শেখ তোফায়েল আহমদ এর সাথে যোগাযোগ করলে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকতা প্রিয়াঙ্কা পাল এর সাথে যোগাযোগ করলে তিনি স্বাস্থবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা প্রদান করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন রাজনগর উপজেলা টিমকে সার্বিক সহযোগিতা করেন।

মৃত ব্যক্তির গোসল, কাফন ও দাফন কাজে দায়িত্বরত ছিলেন তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ,রাজনগর উপজেলা টিম প্রধান, শেখ তোফায়েল আহমদ, সংগঠনের সিনিয়র সদস্য শাহিন আহমদ, শাকিল খাঁন, মেহেদী হাসান ইমন, শনিবার ১০ জুলাই রাত ১০.৩০ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে মশরিয়া খনখাড়ি টিলা পঞ্চায়েতি কবরস্থান সংলগ্ন জায়গাতে মৃত মোঃ কয়ছর মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

Back to top button